শাহজালাল বিমানবন্দরে নতুন নির্বাহী পরিচালক
বিডিএফএন লাইভ.কম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামকে নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসানকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) : নর্দার্ন রুট’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে ফের নিয়োগ পেয়েছেন সড়ক ও জনপথ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব হোসেন খান।
আগের চুক্তির ধারাবাহিকতায় গত ২ মার্চ বা যোগদানের তারিখ থেকে আরও দুই বছরের জন্য এই নিয়োগ পেয়েছেন তিনি।
‘টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) : নর্দার্ন রুট’ প্রকল্পে পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। যোগদানের তারিখ থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত তিনি ফের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।