শিরোনাম

South east bank ad

রমজান শুরুর আগেই ৮০০ পণ্যের দাম কমালো কাতার

 প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১২:২০ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

রমজান শুরুর আগেই ৮০০ পণ্যের দাম কমালো কাতার
বিডিএফএন লাইভ.কম

আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। এ উপলক্ষে ৮০০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।

পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

আজ বুধবার (২৩ মার্চ) থেকেই আট শতাধিক পণ্যে মূল্যছাড় কার্যকর হবে। রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এ কার্যক্রম। তাদের এ উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: