নিউইয়র্কে নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে গণসংবর্ধনা

বিডিএফএন লাইভ.কম
যুক্তরাষ্ট্রপ্রবাসী আইয়ুব আলী গতমাসে নোয়াখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
নির্বাচন শেষে আইয়ুব আলী বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে গেলে যুক্তরাষ্ট্রের মুছাপুর ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের একটি পার্টি হলে এ সংবর্ধনাকালে নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত।
আমি আজীবন মুছাপুরবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে চাই। সেজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা আমার পাশে থাকলে ৭ নং মুছাপুর ইউনিয়ন পরিষদকে একটি আদর্শ ইউনিয়ন পরিষদে গড়ে তুলতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল কাদের মির্জা বলেন, ৭ নং মুছাপুর ইউনিয়ন পরিষদে জনগণ এবার একজন যোগ্য চেয়ারম্যান পেয়েছে। আমি নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীর সফলতা কামনা করি।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল কাদের মির্জাসহ উপস্থিত ছিলেন নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, হাজী মোতাহের হোসেন, মোশারেফ ফয়সাল, নাঈম টুটুল, মাইন উদ্দিন পিন্টু, আলাউদ্দিন জাহাঙ্গীর, আবদুল খালেক, আবদুল মালেক খাঁন, হাজী সফিকুল আলম (চেয়ারম্যান), হাজী ছেলামত উল্যাহ, হাজী মফিজুর রহমান, গোলাম ছারওয়ার প্রেমেল প্রমুখ।
আরজু হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার এম.এ করিম। অনুষ্ঠানে আলোচনা পরবর্তী প্রবাসী বাংলাদেশেদের প্রীতিভোজন অনুষ্ঠিত হয়।