শিরোনাম

South east bank ad

বাসভবনে ড্রোন হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন ইরাকি প্রধানমন্ত্রী

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৪:০০ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

বাসভবনে ড্রোন হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন ইরাকি প্রধানমন্ত্রী
বিডিএফএন লাইভ.কম

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমি। দেশটির রাজধানী বাগদাদে খাদিমির বাসভবনেই তাকে হত্যায় এ ড্রোন হামলার ঘটনা ঘটে। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনটি রাজধানী বাগদাদের গ্রিনজোনে অবস্থিত। তবে সুরক্ষিত এলাকা হলেও বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়।

হামলার পর তিনি অক্ষত আছেন বলে নিজেই জানিয়েছেন মোস্তফা আল-খাদিমি। অবশ্য সংবাদমাধ্যমগুলো আগে জানিয়েছিল যে, ড্রোন হামলার পর ইরাকি প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, মোস্তফা আল-খাদিমির ব্যক্তিগত নিরাপত্তা দলের ছয় সদস্য বাসভনের বাইরে দায়িত্বপালন করছিলেন এবং ড্রোন হামলায় তারা সবাই আহত হয়েছেন।

বিবিসি আরও বলছে, বাগদাদের ওই গ্রিনজোনে বহু সংখ্যক সরকারি দপ্তর এবং বিদেশি দূতাবাস অবস্থিত। এমন সুরক্ষিত এলাকায় ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-খাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানপন্থী সশস্ত্র গ্রুপগুলোর সমর্থকরা বাগদাদের গ্রিনজোনের কাছে বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় তারা ইরাকের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের বিরোধীতা করেন। কারণ সর্বশেষ নির্বাচনে ইরাকি পার্লামেন্টে কিছু ক্ষমতা হারিয়েছেন ইরানপন্থীরা।
BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: