শিরোনাম

South east bank ad

সিয়েরা লিওনে সংঘর্ষের পর তেলের ট্যাংকার বিস্ফোরণ, নিহত-৯১

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০৯:৫৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

সিয়েরা লিওনে সংঘর্ষের পর তেলের ট্যাংকার বিস্ফোরণ, নিহত-৯১
বিডিএফএন লাইভ.কম

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে তেলবাহী দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের পর সেখানে তেল সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণে ৯১ জন নিহত হয়েছে।

গত শুক্রবার দেশটির রাজধানী ফ্রিটাউনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির সরকারের পক্ষ থেকে এখনও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি, তবে ফ্রিটাউনের কেন্দ্রীয় মর্গ ব্যবস্থাপক রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের পর তারা সেখানকার মর্গে ৯১টি মৃতদেহ পেয়েছেন।
 
এদিকে, সিয়েরা লিওনের উপ-স্বাস্থ্যমন্ত্রী আমরা জাম্বই জানিয়েছেন, বিস্ফোরণের পর আহত অন্তত ১০০ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।

বিবিসি বলছে, মাত্র ১০ লাখের কিছু বেশি মানুষের এ শহরটি সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। গত মার্চে ফ্রিটাউনের একটি বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৮০ জনের বেশি মানুষের প্রাণহানি এবং পাঁচ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন।

দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এক টুইট বার্তায় বলেছেন, ‘যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন; তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আমার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য সবকিছু করবে।’
BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: