নাইজারে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ৭০
বিডিএফএন লাইভ.কম
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৭০ জন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন মেয়রও আছেন।
বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। ঘটনাস্থলটি মূলত নাইজারের একটি সীমান্ত অঞ্চল।
নাইজারের দুই প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত এলাকার এই জায়গাটি সম্প্রতি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এবং আল কায়েদাপন্থি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের কেন্দ্র হয়ে উঠেছে।
মঙ্গলবার মালির সীমান্তঘেষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলের আদাব-দাব গ্রামে মোটরবাইকে করে এসে বন্দুকধারীরা হামলা চালায়, এক মেয়রের নেতৃত্বে থাকা একটি প্রতিনিধি দলের ওপর।
এই হামলায় ৭০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয় বৃহস্পতিবার। এই দিন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচি আলহাদা রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, হামলার পর ১৫ জন জীবিত ফিরে আসতে পেরেছেন এবং এ ঘটনার পর সেখানে তল্লাশি অভিযান চলছে।
দেশটির সীমান্তবর্তী এলাকায় এ সব হামলার জন্য স্থানীয় কর্মকর্তারা ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট এক গোষ্ঠীকে দায়ী করেন। গত জানুয়ারিতেও ওই সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১০০ জন বেসামরিক মানুষ প্রাণ হারান।
এর আগে নাইজারের জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নিরাপত্তা বাহিনী। তবে চলতি বছর এই সংঘাত ছড়িয়ে পড়ছে সাধারণ নাগরিকের মাঝে।
সূত্র: আল জাজিরা