পানিসাগর মহকুমায় কোন মসজিদে অগ্নিকাণ্ড সংঘটিত হয়নি
ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় কোন মসজিদে অগ্নিকাণ্ড সংঘটিত হয়নি মর্মে জানানো হয়েছে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে। গত ২৬ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেছে ত্রিপুরা পুলিশ।
পুলিশ জানায়, ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে গত ২৬ অক্টোবর তারিখে ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় কোন মসজিদে অগ্নিকাণ্ড সংঘটিত হয়নি মর্মে জানানো হয়েছে।
প্রকৃতপক্ষে ঐ দিন রোয়া বাজার চামটিলা মসজিদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল শেষে হামলা হয়েছে এবং মসজিদের ক্ষতিসাধন করা হয়েছে। এছাড়া রোয়া বাজারে মুসলমানদের মুদি দোকান, রেশন দোকান এবং একটি গোডাউনে অগ্নিসংযোগ হয়েছে।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, ১৮টির উপর অপ্রীতিকর ঘটনা ত্রিপুরার ৫ জেলায় সংগঠিত হয়েছে। এর মধ্যে মসজিদে অগ্নিকাণ্ড-৩টি, মসজিদে হামলা-১১টি, দোকান-পাটে অগ্নিকাণ্ড-৩টি, বাড়ী-ঘরে হামলা, ৪টি ।
ত্রিপুরার কংগ্রেস দল উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আগরতলা শহরে কর্মসূচি পালন করেছে (ছবি ও ভিডিও সংযুক্ত)। এই ঘটনার জন্য তারা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরাংগী দল এবং ত্রিপুরা বিজেপি কে দায়ী করেছে।