শিরোনাম

South east bank ad

সাবেক এমপি গিনির মৃত্যু খবর গুজব-ভিত্তিহীন: কারা অধিদপ্তর

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন   |   সরকার

সাবেক এমপি গিনির মৃত্যু খবর গুজব-ভিত্তিহীন: কারা অধিদপ্তর

সামাজিক যোগাযোগমাধ্যম গাইবান্ধা জেলা নামে একটি ফেসবুক পেজে প্রচার করা হয়েছে গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। কারা অধিদপ্তর বলছে, ফেসবুকে ছড়িয়ে দেওয়া সাবেক এ এমপির মৃত্যু সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।


শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমের কাছে বিষয়টি স্পষ্ট করে জানান, সাবেক এমপি গিন্নির মৃত্যুর খবর ফেসবুকে ছড়িয়ে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। তিনি গাইবান্ধা কারাগারেই আছেন ও বর্তমানে শারীরিক দিক থেকেও সুস্থ আছেন।

সাবেক এ এমপি ৩টা ফৌজদারি মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে, যা একেবারেই অনুচিত। সবাইকে গুজব থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি।

কারাগার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ জেলের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধও করা হয়েছে।
BBS cable ad

সরকার এর আরও খবর: