শিরোনাম

South east bank ad

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন   |   সরকার

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ প্রদান করা হয়েছে, এবং নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

নতুন মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন দেশের একজন খ্যাতিমান কবি, যিনি দীর্ঘদিন ধরে সাহিত্য, সাংবাদিকতা এবং সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত। তিনি ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ৮ বছর বয়সে তার প্রথম কবিতা ‘শপথ’ প্রকাশিত হয় শতদল পত্রিকায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত হন। দায়িত্ব পালন করেছেন নজরুল ইনস্টিটিউটেও। তার কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, রুশ, ফরাসি, চীনা, জাপানি ও আরও অনেক ভাষায় অনূদিত হয়েছে। ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-সহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন তিনি।

এর আগে নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগের দীর্ঘ মেয়াদে—১৩ বছর ধরে এই পদে ছিলেন লিয়াকত আলী লাকী। দুর্নীতির অভিযোগ, জনবিরোধী কর্মকাণ্ড এবং বারবার মেয়াদ বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৩ সালে সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। গত ১২ আগস্ট তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

রেজাউদ্দিন স্টালিনের নিয়োগকে সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণসঞ্চারের সুযোগ হিসেবে দেখছেন অনেকেই।
BBS cable ad

সরকার এর আরও খবর: