যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী

১৭ মার্চ ২০২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু বিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম ফারুক, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-৩।
উক্ত অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন জনাব সুরাইয়া জাহান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-২, জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম (বার), পুলিশ সুপার, লক্ষ্মীপুর, জনাব রেজাই রাফিন সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, লক্ষ্মীপুর, জনাব মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, মেয়র, লক্ষ্মীপুর পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।