South east bank ad

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৪ ইউনিট বন্ধ

 প্রকাশ: ২৪ মে ২০২১, ০৪:৪৩ অপরাহ্ন   |   ডেসা

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৪ ইউনিট বন্ধ


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে তিন বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ও বেসরকারি একটি ইউনিটসহ চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

রবিবার সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারের বিস্ফোরিত স্প্রিন্টারের আঘাতে এক শিশুর বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। আহত শিশুর নাম জুই আক্তার (৩)। সে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশে কলাবাগান এলাকার জুয়েল মিয়ার মেয়ে।

বন্ধ চারটি ইউনিট হলো- ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপি ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ও ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বেসরকারি ইউনাইটেড মডিউল কোম্পানি লি. ইউনিট। চারটি বিদ্যুৎ ইউনিটের উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ৬২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান জানান, সন্ধ্যায় পরপর দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি বলেন, ট্রান্সফরমারের বিস্ফোরণের পর স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। তবে বন্ধ ইউনিটগুলো উৎপাদনের চেষ্টা চলছে। এ ছাড়া আহত শিশু জুইয়ের উন্নত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

BBS cable ad