কোটি টাকা মূল্যমানের হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী র্যাব-৪ এর হাতে আটক

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
গতকাল র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন কলমা এলাকায় অভিযান পরিচালনা করে ১ কোটি টাকা মূল্যমানের ১ কেজি হিরোইন, মাদক বিক্রিত নগদ-৩৩,৩৩০/- টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মাইক্রো বাসসহ মোঃ ইসমাইল হোসেন @বাবুল (৫১), জেলা-বি-বাড়ীয়া ও মোঃ কাওছার আহমেদ @ জয় (১৯), জেলা-বি-বাড়ীয়াকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।