South east bank ad

ময়মনসিংহে ডিবির অভিযানে আটক-৭ জুয়ারী

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ১০:৫৫ অপরাহ্ন   |   ডিবি

ময়মনসিংহে ডিবির অভিযানে আটক-৭ জুয়ারী

এইচ. এম জোবায়ের হোসাইন:
 
ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়ারিকে আটক করেছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনর্চাজ শাহ কামাল আকন্দ জানান, ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে গতরাত ১টায় ভালুকা থানার জামিরদিয়া স্কয়ার মাষ্টার বাড়ী আইডিয়াল মোড় থেকে জনৈক মোঃ নাজমুল হক (৪৫), পিতা-মোঃ শামছুদ্দিন মেম্বার এর টিন সেড ঘরের মধ্যে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়াখেলারত অবস্থায় জুয়ারি উজ্জল মিয়া(২৪), রুহুল আমিন (৩৬), উভয়ই জামিরদিয়া, থানা-ভালুকা, মোঃ আমিনুর রহমান @ বাবু মিয়া (৩০), সাং-পারধানি খোলা, থানা-ত্রিশাল, সিয়াম আহম্মেদ (৩২),সাং-বীররামপুর ভাটিপাড়া, থানা-ত্রিশাল, সেলিম মিয়া (২১), সাং-হালিপুরা, থানা-নান্দাইল, সঞ্জু মিয়া (২৬), সাং-জাটিয়া, থানা-ঈশ্বরগঞ্জ, সর্ব জেলা ময়মনসিংহ, সুলতান ফকির (২৮), সাং-নব ওছিমুদ্দিন পাড়া, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
BBS cable ad