South east bank ad

খুলনায় ডিবির অভিযানে ৩৩ জুয়াড়ী গ্রেফতার

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০১:১০ পূর্বাহ্ন   |   ডিবি

বিডিএফএন লাইভ.কম

গতকাল শনিবার (১৯ মার্চ) রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন ২৮ নংওয়ার্ডের, মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডে, জনৈক ওবায়দুল্লাহ আজাদ এর তিনতলা বাড়ীর দ্বিতীয় তলার রুমের মধ্যে হতে জুয়াড়ী ১) ওবায়দুল্লাহ আজাদ(৫৫), পিতা-মৃত: হাজী আব্দুল খালেক, সাং-মিয়াপাড়া, থানা-খুলনা; ২) মোঃ হাবিব(৫৭), পিতা-মৃত; নাজেম আকন, সাং-বিহারী কলোনী শের ই বাংলা রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ হারুন হাওলাদার(২৮), পিতা-মৃত: রুস্তম আলী হাওলাদার, সাং-নিল খোলা, থানা-বেতাগী, জেলা-বরগুনা, এ/পি সাং-আমতলা শের ই বাংলা রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) মোঃ মুরাদ শেখ(৫৬), পিতা-মৃত: হোসেন শেখ, সাং-চোকলুমান কলোনী, থানা-কোতয়ালী, জেলা-বগুড়া, এ/পি সাং-তালতলা হাসপাতাল, থানা-খুলনা; ৫) মোঃ আবু হানিফ জুয়েল(৩৫), পিতা-মোঃ জালাল হাওলাদার, সাং-বসুপাড়া এতিমখানা রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৬) মোঃ মজিবুর রহমান(৫০), পিতা-মৃত: আব্দুল লতিফ সরদার, সাং-সাহস জয়খালী, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ৭) মোঃ বাদশা শেখ(৪৫), পিতা-মোঃ শামসু শেখ, সাং-কুমারখালী, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-ফেরীঘাট দেবেনবাবু রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৮) মোঃ কালা চাঁদ ফকির(৪৫), পিতা-মৃত: হামিদ ফকির, সাং-দারুস ছালাম মহল্লা, থানা-সোনাডাঙ্গা মডেল; ৯) মোঃ মোস্তাকিন গাজী(২০), পিতা-মোঃ খালেক গাজী, সাং-খাজরা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-তালতলা হাসপাতাল রোড, থানা-খুলনা; ১০) মোঃ মোশারেফ শিকদার(৫৭), পিতা-মৃত: মতলেব শিকদার, সাং-কলেজিয়েট স্কুলের সামনে, থানা-খুলনা; ১১) মোঃ ইলিয়াস শেখ(৩৫), পিতা-মৃত: রাজ্জাক শেখ, সাং-বড়বাড়ীয়া, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী খালপাড়, থানা-খুলনা; ১২) মোঃ নজরুল ইসলাম(৫২), পিতা-মৃত: বদরউদ্দিন সরদার, সাং-জোরসিং, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-ট্যাংক রোড, থানা-খুলনা; ১৩) মোঃ আনোয়ার হোসেন(৪৫), পিতা-মৃত: এজমবার আলী হাওলাদার, সাং-জিবদারা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বসুপাড়া কৈপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ১৪) মোঃ শাহ আলম শেখ(৪৭), পিতা-মৃত: হিন্দুল শেখ, সাং-খানজাহান আলী রোড, থানা-খুলনা; ১৫) মোঃ কামরুজ্জামান(৪৮), পিতা-মৃত: এস আলম বিশ্বাস, সাং-আড়পাড়া, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-বানরগাতি বাজার সৈয়দ সরোয়ারদী কলেজ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ১৬) মোঃ মাসুদ হোসেন রানা(৩৬), পিতা-মৃত: আকবর হোসেন, সাং-৮২/২ বাইতুল ফালাহ জামে মসজিদ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ১৭) মোঃ আবু সাদেক(৪৩), পিতা-মৃত: মজিবুর রহমান সানা, সাং-রাজাপুর, থানা-রূপসা, জেলা-খুলনা; ১৮) মোঃ আলমগীর হোসেন(৫২), পিতা-মৃত: নুর মোহাম্মদ তালুকদার, সাং-চৌদ্দ হাজারী, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এ/পি সাং-দক্ষিণ টুটপাড়া জাকারিয়া রোড, থানা-খুলনা; ১৯) মোঃ রবিউল সরদার(৩৪), পিতা-মৃত: আব্দুল খালেক সরদার, সাং-গল্লামারী খানজাহাননগর, থানা-হরিণটানা; ২০) মোঃ ইলিয়াস শেখ(৫০), পিতা-মৃত: আশরাফ আলী শেখ, সাং-লক্ষীখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-সোনাডাঙ্গা কাঁচাবাজার, ট্রাক ষ্ট্যান্ডের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেল; ২১) মোঃ লোকমান ও আশিক(৪৩), পিতা-মৃত: আজাহার আলী, সাং-সবুজ পল্লী, থানা-লবণচরা; ২২) পঙ্কজ বাইন(৪০), পিতা-মৃত: পাগল বাইন, সাং-টুটপাড়া গাছতলা মন্দির, থানা-খুলনা; ২৩) মোঃ সিরাজ সরদার(৪৭), পিতা-মৃত: লতিফ সরদার, সাং-সাহস জয়খালী, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ২৪) মোঃ হালিম ফকির(৪৮), পিতা-মোঃ মোতলেব ফকির, সাং-সাহস রাজাপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ২৫) তপন কুমার শীল(৪০), পিতা-মৃত: মুকুন্দ চন্দ্র শীল, সাং-বেনীবাবু রোড, থানা-খুলনা; ২৬) মোঃ রেজাউল করিম(৫২), পিতা-মৃত: আলতাফ হোসেন, সাং-নিরালা আবাসিক রোড নং-০৬, থানা-খুলনা; ২৭) মোঃ মিজানুর রহমান(৪৩), পিতা-মৃত: শেখ জালাল উদ্দিন, সাং-ধুনচি, থানা-রাজবাড়ী, জেলা-রাজবাড়ী, এ/পি সাং-নৈহাটি দলিল উদ্দিন সড়ক, থানা-রূপসা, জেলা-খুলনা; ২৮) মোঃ আল আমিন হোসেন(৩০), পিতা-মৃত: আবুল হোসেন, সাং-পশ্চিম টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা; ২৯) তৌহিদুল আলম(৫৮), পিতা-মৃত: আব্দুল হামিদ, সাং-মিয়াপাড়া দ্বিতীয় গলি, থানা-খুলনা; ৩০) মোঃ ফারুক হোসেন সাচু(৬৭), পিতা-মৃত: খালেক আহম্মেদ, সাং-মুন্সিপাড়, থানা-খুলনা; ৩১) মোঃ মহিউদ্দিন সরদার(৬৪), পিতা-মৃত: আব্দুল কুদ্দুস সরদার, সাং-২০ নং মিয়াপাড়া মেইন রোড, থানা-খুলনা; ৩২) খান গিয়াস উদ্দিন আহম্মেদ(৫০), পিতা-মৃত: খান চাঁন মিয়া, সাং-নাচুনিয়া, থানা-তেরখাদা, জেলা-খুলনা এবং ৩৩) নারায়ণ বনিক(৭০), পিতা-মৃত: আশুতোষ বনিক, সাং-রায়পাড়া মেইন রোড, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে জুয়া খেলার সরঞ্জাম তাস ২৪০ (দুইশত চল্লিশ) সেট,  একটি বড় সাদা কাপড়, একটি খাতা, নগদ ৩৬,৩৩৭ (ছত্রিশ হাজার তিনশত সাঁইত্রিশ) টাকাসহ গ্রেফতার করা হয়েছে। 

এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
BBS cable ad