South east bank ad

দুমকিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

 প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০১:২১ অপরাহ্ন   |   দেশ

দুমকিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পটুয়াখালী প্রতিনিধিঃ 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। 

এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ,  স্বাধীনতা দিবস র‌্যালী,  আলোচনা সভা, শিশু কিশোরদের প্রতিযোগিতা, স্বাধীনতা দিবস প্রীতি খেলধুলা, দোয়া এবং প্রার্থনা। 

গতকাল শনিবার (২৬ মার্চ) সকাল ৮ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা’র পাদদেশে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, পবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সমম্বয় পরিষদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা, সেক্টর কমান্ডার্স ফোরাম, সৃজনী বিদ্যানিকেতন, কর্মচারী পরিষদ, মুক্তধারা সাংস্কৃতিক, উদীচী সাংস্কৃতিক গোষ্ঠি, বাঁধনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। 

BBS cable ad