South east bank ad

ইন্টারনেট সংযোগ পাচ্ছে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়

 প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১২:১৭ অপরাহ্ন   |   দেশ

ইন্টারনেট সংযোগ পাচ্ছে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়
বিডিএফএন লাইভ.কম

গ্রামীণফোনের সহযোগিতায় সরকার দেশের ৪১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেবে। 

পর্যায়ক্রমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গত সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট সেবা শিক্ষা খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের

মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বাড়বে। ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে।

জানা গেছে, দেশের ৬৫ হাজার ৯৯টি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াইফাইয়ের আওতায় নেওয়া হবে। ফলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

প্রতিটি বিদ্যালয়ের সর্বোচ্চ ১০ শিক্ষককে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ওয়াইফাই থেকে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষকরা অনলাইনে শ্রেণি কার্যক্রম চালাতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খানসহ গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াছির আজমান, সিবিও মো. নাসার ইউসুফ, অধিদপ্তরের পরিচালক বদিয়ার রহমান প্রমুখ।
BBS cable ad