South east bank ad

দেশের প্রত্যন্ত এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা দিতে ডিজিটাল হসপিটাল

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৩ অপরাহ্ন   |   দেশ

দেশের প্রত্যন্ত এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা দিতে ডিজিটাল হসপিটাল
ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের (ডিএইচ) ব্র্যান্ড ও ডিজিটাল হসপিটাল গ্রামীণ অঞ্চলে চালু করছে ৩০টি বিশেষজ্ঞ ডাক্তার বুথ, যার মাধ্যমে এসব এলাকার মানুষ এখন খুব সহজেই তাদের স্থানীয় ডিজিটাল হেলথ সেন্টার (ডায়াগনস্টিক/ফার্মেসি/ক্লিনিক) থেকে ভিডিও কলের মাধ্যমে ঢাকার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারবেন। উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রত্যন্ত এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে।

মেডিসিন, স্ত্রীরোগ, ত্বক, শিশু, হূদরোগ, এন্ডোক্রিনোলজিসহ ২০টিরও বেশি বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন এ সেন্টারগুলোয়। স্ত্রী ও শিশুরোগের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ডিজিটাল হসপিটাল গ্রামে বসবাসকারী নতুন মা, বাবা ও শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারি সেবার মাধ্যমে সহায়তা করতে প্রত্যাশী। পাশাপাশি রোগীদের আর কষ্ট করে ঢাকায় এসে চিকিৎসাসেবা নেওয়ার প্রয়োজন হচ্ছে না এবং তাদের কভিড-১৯ আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যাচ্ছে।

BBS cable ad