শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে ৬ গাড়ির সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ২০

 প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন   |   দেশ

গোপালগঞ্জে ৬ গাড়ির সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ২০

গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ রবিবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।
এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলে যাত্রীদের উদ্ধারকালে আরো তিনটি বাস ও একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ছয়টি বাসের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন।

তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে ২ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

BBS cable ad