শিরোনাম

South east bank ad

পুলিশের পিস্তল চুরি, চোর ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা

 প্রকাশ: ১০ মে ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন   |   দেশ

পুলিশের পিস্তল চুরি, চোর ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। ওই ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম।

শনিবার বার ( ১০ মে) স্থানীয় সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন তিনি।

এর আগে গত সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা ভবনের পাশে একটি ভবনের চতুর্থতলায় থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মো. রাকিব উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে।

ঘটনার পর ৫ দিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দুই যুবকই পিস্তলটি চুরি করেছেন বলে ধারণা পুলিশের।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা অথবা ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন করা হবে।

BBS cable ad