রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে কেঁপে উঠে এই সব এলাকা।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের একটি সাইটে বলা হচ্ছে, বেলা ১০টা ৪৬ মিনিটে সংঘটিত ভূমিকম্পটি ছিল ৫ মাত্রার। এর উৎসস্থল ১০ কিলোমিটার গভীরে। সিলেট ও মেঘালয় সীমান্তে এর উৎপত্তি। যার প্রভাব বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
সোশ্যাল মিডিয়া পোস্টেও অনেক ব্যবহারকারী দুটি মৃদৃ কম্পনের কথা উল্লেখ করেছেন।