বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩

শনিবার আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ডাঃ দীপু মনি এম.পি মহোদয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ।
এসময় মাননীয় পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে জানান, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের দেহ, মন ও আত্মার উন্নয়ন ঘটায়। বাড়ির ছোট ছেলেমেয়েরা পর্যন্ত স্মার্টফোন ব্যবহারে এতোই আসক্ত, গ্রাম বাংলার প্রাচীন খেলা গুলো ভুলতে বসেছে। তাই আমাদের সকলকে আমাদের পরিবারের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মাদক ও অপরাধ থেকে বর্তমান তরুণ সমাজকে নিরাপদ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত'সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।