ইসলামী ছাত্র আন্দোলনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

ত্রিশাল প্রতিনিধি
আজ শনিবার (২৬ মার্চ) সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি নজরুল একাডেমী গেইট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল সাব-রেজেস্ট্রি অফিস চত্ত্বরে এসে আলোচনা সভায় প্রধান অতিথির ইসলামী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ হাবিব।
ত্রিশাল থানা শাখার সভাপতি মুহাম্মাদ আবু কাওছার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ফসিউর রেজা, ইসলামী ছাত্র আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সাবেক সভাপতি ডা: মাও: মাহফুজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জুবায়ের হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার সভাপতি
এইচ.এম জহিরুল ইসলাম মনির, ইসলামী ছাত্র আন্দোলন ত্রিশাল থানা শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ তোফায়েল প্রমুখ।