দুর্গাপুরে গণহত্যা দিবস পালিত

দুর্গাপুর প্রতিনিধি:
জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ মার্চ) দুপুরে নানা আয়েজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এড. মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রাক্তন মেয়র শ.ম জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন তালুকদার, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।