সনাকের কোভিড-১৯ টিকা প্রদানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামীম আলম, (জামালপুর):
জামালপুরে কোভিড-১৯ টিকা প্রদানে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ও সাচেতন নাগরিক কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।
সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাশ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, টিআইবি’র কর্মকর্তা আরিফ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জামালপুরে সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে জেলায় শতভাগ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। টিকা প্রদানের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তারা।