প্রাক্তন শিক্ষক আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক

সঞ্জিব দাস, (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপায় প্রাক্তন শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের পুরাতন কমিটির উপদেষ্টা আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে উপজেলাবাসী। তিনি চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয় ও চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সহিত শিক্ষকতা করেন এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ অলঙ্কৃত করে গেছেন।
তিনি গত (২২ মার্চ ) দুপুর সাড়ে ১টার দিকে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার (২৩ মার্চ) সকাল ৯টায় তার প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি পানপট্টি নেওয়া হয়। সেখানে বেলা ১১টায় তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম শাহাজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদসহ সকলে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।