ত্রিশালে সুবর্ণজয়ন্তী মেলায় বিনামূল্যে মাস্ক বিতরণ

ত্রিশাল প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে উন্নতমানের দশ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার ও বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতায় সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, প্রচার সম্পাদক মো. মামুনুর রশিদ প্রমূখ।