South east bank ad

মাধবপুর থেকে চুরাই টাইলস কুমিল্লা থেকে উদ্ধার

 প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০২:০৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

মাধবপুর থেকে চুরাই টাইলস কুমিল্লা থেকে উদ্ধার
মাধবপুর প্রতিনিধিঃ 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিএইচএল টাইলস কোঃ লিঃ চুরি হওয়া ৪০০ কার্টুন টাইলস কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ সুত্রে জানা যায়, গত ১০ মার্চ মাধবপুর উপজেলার বিএইচএল সিরামিক্স কোঃ থেকে কুমিল্লার দেবীদ্বারের টাইসল গার্ডেনের উদ্দেশ্যে তিন লক্ষ্য সাতষট্টি হাজার সাতশ পয়ষট্টি টাকার মূল্যের ৪০০ কার্টুন টাইলস নিয়ে চালক আলী হোসেন ওরফে (অনিক) একটি ট্রাক নিয়ে রওয়ানা হয়। 

পরদিন ১১ মার্চ বেলা ১১ টায় কোম্পানির লোক যোগাযোগ করলে ট্রাক চালক জানায় কুমিল্লার মুরাদনগর থানার কোম্পানিগঞ্জ এলাকায় ট্রাক পাংচার হয়ে যায়। 

পরবর্তীতে কোম্পানির লোকজন যোগাযোগ করলে ট্রাক চালকের ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পায়। কুমিল্লার দেবীদ্বারের টাইলস গার্ডেনে অর্ডারকৃত মালামাল পৌছায়নি। 

গত ১৭ মার্চ বিএইচএল কোঃ এ-বিষয়ে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশে এসআই শামসুল ইসলাম আরেফিন সংঙ্গীয় ফোর্স নিয়ে ফেনি সদর থানার সহযোগিতায় ট্রাক চালক কে গ্রেফতার করা হলে ট্রাক চালকের স্বীকারোক্তিতে (ফেনী-ড ১১-০৭৩৫) ট্রাক সহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চুরি হওয়া ৪০০ কার্টুন টাইলস উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতারকৃত ট্রাক চালক ফেনীর জেলা ছাগলনাইয়া থানার হরিপুর গ্রামের মোঃ ইউনুস মিয়া ছেলে আলী হোসেন মোঃ (অনিক), ও ফেনী সদর থানার পশ্চিম বিজয়ী সিংহ গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ রিয়াদ মিয়া সহযোগী চালক কে আজ সোমবার ২১ মার্চ হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
BBS cable ad