South east bank ad

নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকাসহ নিহত ২ আহত ৬

 প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকাসহ নিহত ২ আহত ৬
সাব্বির হোসেন সাইফুল (মানিকগঞ্জ):

আজ সোমবার (২১ মার্চ) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে টেপড়া এলাকার এনডিই কোম্পানির ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে স্থানীয় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা ফাতেমা আক্তার (৩৫) এবং ২য় শ্রেণির ছাত্রী জেরিন তাসনিম (৮) নিহত সহ ৬ জন আহত হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী সামিয়া (১০), লাকী(১৫), সফিন (৯) মানিকগঞ্জ সদর হাসপাতালে ও দোকানদার জ্যোসনা (৪০) ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে। 

ঘটনার আকর্ষ্মিকতায় উত্তেজিত জনতা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করে। ইউএনও মো: জাহিদুর রহমান, হাইওয়ে থানা ওসি জাকির হোসেন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। ট্রাক চালক হেলপার পলাতক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনের জায়গা ভাড়া নিয়ে কয়েকমাস যাবৎ ঢাকা -আরিচা মহাসড়ক সংস্কারকারী এনডিই কোম্পানির গাড়ি রাখছে, আজ সকালে নাস্তা বিরতির সময়ে স্কুলের শিক্ষার্থীরা খাবার নিয়ে স্কুল প্রাঙ্গনে বসে, এসময় ড্রাইভার গাড়িটি স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করে সামনে এগুলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সম্মুখে থাকা শিক্ষিকা ও শিক্ষার্থীদের চাপা দেয়। 

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন তাসনিম কে মৃত ঘোষণা করেন। স্কুলের জায়গা গাড়ি পার্কিং এর কাজে ভাড়া দেয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক মহল। 
BBS cable ad