South east bank ad

শেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

 প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১২:১৫ পূর্বাহ্ন   |   সারাদেশ

শেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
সাঈদ আহমেদ সাবাব, (শেরপুর):

২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালী র সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে হেযবুত তাওহীদের শেরপুর জেলা শাখার উদ্যােগে আজ সোমবার (২১ মার্চ) সকাল ১০ টায় শেরপুর জেলা শহরের নিউমার্কেটস্থ্য পালকি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
  
উক্ত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৯৫ সালে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের সন্তান এমামুয্ যামান মোহাম্মদ বায়জীদ খান পন্নী এই হেযবুত তাওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর থেকেই এই আন্দোলন ধর্ম ব্যবসা, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, অপ রাজনীতি, নারী নির্যাতন ইত্যাদি।যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে হেযবুত তওহীদের সদস্যরা। দেশের অন্তত ২৪ টি জেলায় হেযবুত তওহীদের সদস্যরা বাংলাদেশের বেকারত্ব দুরকরার স্বার্থে কৃষি প্রকল্প গড়ে তুলেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, শেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. মুমিনুর রহমান পান্না  বলেন, তাদের ২৪ জেলা জুড়েই নানা প্রকল্প রয়েছে ওইসব প্রকল্পের ব্যয় হিসাবে হেযবুত তওহীদের সদস্যদেরী  টাকা।  

উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, জেলার সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান আলিফ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আতাউর কবির এনামুল, শ্রীরবর্দী উপজেলার সভাপতি মো. নূরন্নবী মোস্তফা নবীন, নকলা উপজেলার সভাপতি মো.মাসুদ রানা, নালিতাবাড়ী উপজেলার সভাপতি মো.রাতুল হাসান প্রমুখ।

BBS cable ad