আলু ক্ষেত থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আলু ক্ষেত থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (২০ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় রুহিয়া থানাধীন মধুপুর ধুমের হাট এলাকায় থেকে অজ্ঞাতনামা(৪৬) এর লাশ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ওই মহিলাকে রাস্তায় ও বিভিন্ন দোকানপাটের আশেপাশে ঘুরতে দেখা যাচ্ছিল।
রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলের পাশে আলু ক্ষেতে আলু তোলার কাজে নিয়োজিত লোকজন ওই মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মহিলাটির লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়ের সাথে মোবাইল ফোন যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।