সুইড বাংলাদেশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

শামীম আলম, (জামালপুর):
জামালপুর শহরের শহরের লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের সভাকক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সুইড জামালপুরের সহ-সভাপতি ড. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুইড জামালপুরের আজীবন সদস্য জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সুইড জামালপুরের কার্যনির্বাহী কমিটির সদস্য জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, আজীবন সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সুইড জামালপুরের সহ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মেহেরুন নেছা মুক্তা, সদস্য অমরেন্দ্র কুমার দাস, সদস্য এরশাদ হোসেন সোহেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুইড জামালপুরের নির্বাহী সচিব অজয় কুমার পাল।