দুর্গাপুরে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান

দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল রোববার (২০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে আবু কাওসার (১২) নামে এক জন্ম প্রতিবন্ধিকে এই হুইল চেয়ার প্রদান করা হয়। কাওসার কুল্লাগড়া ইউনিয়নের দিনমজুর আব্দুল কাদির এর পুত্র।
প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, প্রতিবন্ধীরা এখন আর পরিবার বা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা তাদের সুপ্ত প্রতিভা বিকশের মাধ্যমে সমাজ ও দেশের জন্য অবদান রেখে যাচ্ছে। হুইল চেয়ারটি পেয়ে শিশুটির স্বাভাবিক চলাফেরায় যেমন কষ্ট লাঘব হয়েছে, তেমনি খুশি হয়েছে তার পরিবার।