South east bank ad

ন্যায্যমূল্যে ২৩ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৪:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ন্যায্যমূল্যে ২৩ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য
সঞ্জিব দাস, (পটুয়াখালী):

পটুয়াখালীর গলাচিপায় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে টিসিবির কার্ডধারী ২৩ হাজার পরিবার ন্যায্যমূল্যে টিসিবির পণ্য পাবে।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে উপজেলায় কার্ডধারী পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে।

আগামী (২২ মার্চ) মঙ্গলবার থেকে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে বলে অফিস সূত্রে জানা যায়। 

এতে আরো জানা যায়, ভোক্তামূল্যে প্রতি উপকারভোগী পরিবার ৫৫ টাকায় এক কেজি চিনি, ৬৫ টাকায় এক কেজি মসুর ডাল, প্রতি লিটার সোয়াবিন তেল ১১০ টাকায় এবং ৫০ টাকায় এক কেজি ছোলা পাবেন। 

তবে প্রত্যেক পরিবার দুই কেজির বেশি পাবে না। পৌর শহর এবং প্রতিটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে থেকে কার্ডধারী ভোক্তারা এ পণ্য ক্রয় করতে পারবেন বলে জানা যায়।

BBS cable ad