৫০টি জাতীয় পতাকা নিয়ে ৩টি ট্রাকে মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা

ঝালকাঠি প্রতিনিধিঃ
লাল সবুজের ৫০টি জাতীয় পাতাকা নিয়ে ৩টি ট্রাকে শোভা যাত্রা শুরু করেছে মুক্তিযোদ্ধারা।
আজ রোববার (২০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসন এর আয়োজন করে।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বশির গাজী জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে ঝালকাঠির মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ৫০টি লাল সবুজের জাতীয় পতাকা নিয়ে ৩টি ট্রাকে মুক্তিযোদ্ধারা শোভাযাত্রা শুরু করেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসন এর আয়োজন করে। প্রথম দিন রোববারে জেলার নলছিটি উপজেলায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলা থেকে মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রাটি নলছিটিতে পৌছলে নলছিটিতে বসবাসরত মুক্তিযোদ্ধারা এতে অংশ নেয়। একইভাবে আগামীকাল সোমবার সকালে জেলা রাজাপুর উপজেলা ও দুপুরে কাঠালিয়া উপজেলায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান এনডিসি বশির গাজী।
ক্যাপশনঃ- ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে লাল সবুজের ৫০টি জাতীয় পাতাকা নিয়ে ৩টি ট্রাকে মুক্তিযোদ্ধাদের শোভা।