বকশীগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে ২৩হাজার পরিবার টিসিবি পণ্য পাবে

শামীম আলম, (জামালপুর):
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায আসন্ন রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে উপজেলার ২৩ হাজার, ১৫টি পরিবার।
আগামীকাল রোববার (২০ মার্চ) থেকে উপজেলার একটি পৌরসভা ও ৭ ইউনিয়নে পর্যায়ক্রমে এসব পণ্য বিক্রয় করা হবে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুন মুন জাহান লিজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার মোট ১টি প্রতিষ্ঠানকে টিসিবির পণ্য বিক্রয়ের জন্য ডিলার নিয়োগ করা হয়েছে। এবার কার্ডের আওতায় এ পণ্য উপকারভোগীরা কিনতে পারবেন।
পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা এ কার্ডের তালিকা প্রস্তুত করেছে। তালিকা অনুযায়ী উপজেলার ২৩হাজার ১৫টি পরিবার পাবেন টিসিবির পণ্য। তালিকাভুক্ত প্রতিটি পরিবার নির্ধারিত ডিলারের কাছে ৪৬০ টাকা প্যাকেজ মূল্যে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল পাবেন।