জামালপুরে ২ লক্ষ ৩৩ হাজার ৭ শত ২৪ টি পরিবার পাবে টিসিবি পণ্য

শামীম আলম, (জামালপুর):
আগামীকাল রবিবার (১৯ মার্চ )থেকে পবিত্র রমজান উপলক্ষে ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্ন আয়ের পরিবার চিনি, ডাল ও তেল পাবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার এ সুবিধা পাবে। কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রতি কেজিতে দুই কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি দুই কেজি ডাল ৬৫ টাকা এবং দুই লিটার তেল ১১০ টাকা দরে পাবে।
সূত্র জানায়, টিসিবির মোট ৫৯ জন ডিলার জেলার ২৪৮টি স্পটে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করবেন। জামালপুর জেলার জেলা প্রশাসক মুর্শেদা জামান জানান, প্রতিটি সুবিধাভোগী পণ্য নিতে কার্ড পেয়েছেন। তিনি বলেন,
পবিত্র রমজান উপলক্ষে সরকার সারাদেশের এক কোটি পরিবারের কাছে পণ্য পৌঁছে দিতে ভর্তুকি কর্মসূচি গ্রহণ করেছে।