South east bank ad

দুর্গাপুরে গুনীজন সম্মাননা

 প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০১:০১ পূর্বাহ্ন   |   সারাদেশ

দুর্গাপুরে গুনীজন সম্মাননা
এস.এম রফিকুল, (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুরে টংক আন্দোলনের সংগ্রামী নেত্রী কুমুদিনী হাজংকে স্থানীয় সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় সীমান্তবর্তী বহেরাতলী গ্রামে নেত্রীর হাতে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পথ পাঠাগারের বার্ষিক পাঠদিবস উপলক্ষে সম্মাননা প্রদান পুর্ব আলোচনা সভায় পথ পাঠাগার সদস্য জিয়াউল হক শুভ‘র সঞ্চালনায়, পথ পাঠাগার প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মতিন্দ্র মানখিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা একেএম হাসীম উদ্দিন, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, অগ্রনী ব্যাংক এর সিনিয়র কর্মকর্তা কবি সাজ্জাদ খান, ডা. আরিফ জোবায়ের, কবি ও সাংবাদিক সৈয়দ শফিক সিংহী,কবি তানভীর জাহান চোধুরী প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিটি ভালো কাজই সাক্ষ্য দেয় আগামী পৃথিবীর। ‘‘পথ পাঠাগার’’ দুর্গাপুর উপজেলার সাহিত্য সংগঠন  হলেও ইতোমধ্যে বৃহত্তর ময়মনসিংহ সহ সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে প্রায় ১৯টি পাঠাগার গড়ে তুলেছেন। 

এ ধরনের মহৎ কাজ যুব সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া সমাজে ভালো কাজের জন্য স্বীকৃত গুনীজনদের প্রতিবছরই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

BBS cable ad