ত্রিশালে টিসিবির পণ্য পাবে প্রায় বিশ হাজার পরিবার

ত্রিশাল প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে ব্রিফ করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান জানান, ২০ মার্চ রবিবার পৌরসভায় টিসিবির কার্যক্রম উদ্বোধন করা হবে। ২১ মার্চ ধানীখোলা ও সাখুয়া, ২২ মার্চ বৈলর আমিরাবাড়ী, ২৩ মার্চ কাঁঠাল, ২৪ মার্চ কানিহারী, ২৫ মার্চ রামপুর, ২৬ মার্চ ত্রিশাল সদর, ২৭ মার্চ হরিরামপুর ও মোক্ষপুর, ২৮ মার্চ বালিপাড়া ও মঠবাড়ী ইউনিয়নের পণ্যগুলো বিতরণ করা হবে।
ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর সভায় ১৯৭৩২জন উপকার ভোগীকে ন্যায্য মূল্যে এ পণ্য বিতরণ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।