আজমীরগঞ্জ দরবার শরীফে শবে-বরাত পালিত

শামীম আলম, (জামালপুর):
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা আজমীরগঞ্জ দরবার শরীফে শবে বরাত পালিত হয়েছে।
ডক্টর খাজা নাসীরুল্লাহ নিদ্দেশে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বক্তদের আজমীরগঞ্জ দরবার শরীফে ৭দিন ব্যাপী চিল্লা, নামাজ,রোজা,জিকির,দেন,খতম,সকাল সন্ধ্যা ওয়াজ,মিলাত-কিয়ামের মাধ্যমে শবে বরাত পালিত হয়।
আজ শনিবার (১৯ মার্চ) ভোর রাতে দেশবাসী ও সকল খাজার প্রেমিক ভক্তদের দোআ করে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।