South east bank ad

গৌরীপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার

 প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৭:১৭ অপরাহ্ন   |   সারাদেশ

গৌরীপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):

ময়মনসিংহের গৌরীপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার লামাপাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের নেপিয়ার ঘাসের বাগান থেকে এই দুই শাবক উদ্ধার করে স্থানীয় বন বিভাগের লোকজন।
 
স্থানীয় মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, ঘটনারদিন সকালে গরুর জন্য নেপিয়ার ঘাস বাগানে ঘাস কাটতে বাগানে গেলে তিনি প্রথমে একটি মেছো বাঘের শাবক দেখতে পান। এর কিছুক্ষণ পর আরও একটি শাবক দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় দুটি শাবক আটক করে তিনি সাংবাদিকদের জানান। 

স্থানীয় সাংবাদিকরা আটককৃত মেছো বাঘের শাবক উদ্ধারের জন্য ঘটনাটি গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমানকে জানালে তিনি প্রথমে ঘটনাটি শেরপুর বন বিভাগকে জানাতে বলেন। তাৎক্ষণিক সাংবাদিকরা এ ঘটনাটি গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফকে অবগত করলে তিনি শাবক দুইটি উদ্ধারের জন্য বন বিভাগকে নির্দেশ দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গৌরীপুর বন বিভাগের বন রক্ষক মিলন কস্তা ঘটনাস্থল থেকে শাবক দুটি উদ্ধার করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ সাংবাদিকদের জানান, বন্য প্রাণী সংরক্ষণ বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্ধারকৃত দুটি শাবক শেরপুর বন বিভাগের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হবে।

BBS cable ad