‘টুঙ্গিপাড়া-হৃদয়ে পিতৃভূমি’ থিমে মুজিববর্ষের সমাপনীর আয়োজন

বিডিএফএন লাইভ.কম
সমাপনীতে ‘টুঙ্গিপাড়া-হৃদয়ে পিতৃভূমি’ থিমে নানান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন মুজিববর্ষের জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
গতকাল বুধবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের ১নং গেটের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কামাল আবদুল নাসের বলেন, আমরা মনে করি টুঙ্গিপাড়া হচ্ছে বাংলাদেশের সবার গ্রাম। কারণ, বঙ্গবন্ধু হচ্ছে বাঙালিদের সেই আরাধ্য পুরুষ। যার মাধ্যমে বাঙালি পৃথিবীতে প্রথম তার রাষ্ট্র পেয়েছে, আত্মপরিচয় পেয়েছে।
তাই আমরা মুজিববর্ষের সমাপনীতে নানান কর্মসূচি পালন করতে যাচ্ছি। এ আয়োজনের মাধ্যমে জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই।
আজ ১৭ মার্চ আলোচনা সভা ছাড়াও ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ লোকজমেলার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রমুখ।