ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় গতকাল শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ মোট ৭জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫জন একই পরিবারের সদস্য।
গতকাল শনিবার বিকাল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় যাত্রীবাহি বাস ও বালু বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬) ও মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। তারা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা। নিহত অপর ২ ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক সেটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৫জন নিহত হন। এছাড়াও গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে নেওয়ার পর অপর দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টিকে জব্দ করা হয়েছে।