রোগমুক্তিতে ফুলবাড়িয়ায় প্রার্থনা

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, মানবতার ফেরিওয়ালা, জননেতা বাবু নির্মল রঞ্জন গুহ এর শারীরিক সুস্থতা কামনায় গতকাল মঙ্গলবার বিকালে ফুলবাড়িয়ায় গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরের ফুলবাড়িয়া সার্বজনীন দুর্গা মন্দিরে গীতা পাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহ্বায়ক সুজন রতন দে।
এতে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ন আহবায়ক এনামুর রহমান রবি, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বিপুল হোড়, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল রতন দে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলী আজগর, অনন্ত বিশ্বাস, রাজীব দাস, কবির হোসেন প্রমুখ।