জয়পুরহাটে মাদক কারবারি গ্রেপ্তার

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাট শহরের মারোয়ারী পট্টি এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৪২ কেজি গাঁজাসহ শরাফত হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট শহরের মারোয়ারী পট্টি এলাকায় থেকে শরাফত হোসেন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ব্যক্তির বাড়ি ঢাকার দক্ষিণ খান আশকোনা এলাকায়। এ তথ্য নিশ্চিত করেন র্যাব কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন।
কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, শরাফত হোসেন অনেক দিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সোমবার দিবাগত রাতে জয়পুরহাট শহরের মারোয়ারী পট্টি এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে সেখান থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেইসঙ্গে শরাফতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।