বকশিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের বকশিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটি সহ বিভিন্ন কমিটির মাসিক সভা হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বকশিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, বকশিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট, হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন দাস, খয়ের উদ্দিন ফাযিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজ উদ্দিন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, নীলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
একইদিনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন কমিটি, বাল্য বিবাহ নিরোধ কমিটি ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।