জয়পুরহাটে ৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
জয়পুরহাটে ৪২ কেজি গাঁজাসহ শরাফত (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে জয়পুরহাটেরপূর্ব বাজার ভাসানী রোডে মারোয়ারী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরাফত কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার পারদা নয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তবে বর্তমানে তিনি ঢাকায় বসবাস করতেন।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২ বগুড়া, তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরাফতকে ৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত প্রাইভেট কার গাড়ি (ঢাকা মেট্রো-খ-১১-৮৮৬৭) জব্দ করে র্যাব।
বগুড়া র্যাবের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেপ্তার যুবকের নামে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।