South east bank ad

৯৯৯-এ ফোন তালাবদ্ধ ঘরে নারীর প্রসব ব্যাথা, উদ্ধার করল পুলিশ

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৪ অপরাহ্ন   |   সারাদেশ

৯৯৯-এ ফোন তালাবদ্ধ ঘরে নারীর প্রসব ব্যাথা, উদ্ধার  করল পুলিশ
রাসেল আহমেদ, (ময়মনসিংহ) :

ময়মনসিংহের জে সি গুহ রোড এলাকায় মধ্যরাতে মিসক্যারেজজনিত কারণে ব্যথায় কাতরাচ্ছিলেন সোমা আক্তার (২৫)। বাইরে থেকে গেটে তালা দেওয়া থাকায় বের হতে পারছিলেন না পরিবারের কেউ। বাসার ভেতর থেকে চিৎকার শুনে প্রতিবেশিরা ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ নারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


ডাক্তার বলেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সোমার মিসক্যারেজজনিত কারণে মারাত্মক রক্তশূন্যতাসহ শ্বাসকষ্ট হয়। 

সোমার স্বামী আবদুল হাকিম বলেন, যথাসময়ে পুলিশ না আসলে বাঁচানো সম্ভব হতো না। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। 

তিনি জানান, রাত দুইটার দিকে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাই প্রসব বেদনায় তালাবদ্ধ ঘরে কাতরাচ্ছেন এক নারী।  ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারে, বাসার সামনে দোকান থাকায় রাত ১২টার পর গেটে তালা দিয়ে দোকানি চলে গেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পেছনের দিকের বাথরুমের দেয়াল ভেঙে অন্তঃসত্ত্বা সোমাকে উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের লেবার ওয়ার্ডে ভর্তি করানো হয়।  সোমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন।
BBS cable ad