ত্রিশাল উন্নয়ন ফোরামের মাছের পোনা অবমুক্তকরন

আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ত্রিশাল উন্নয়ন ফোরামের আয়োজনে ত্রিশাল সুতিয়া নদীতে মাছের পোনা অবমুক্তকরন কর্ম সূচী পালন করা হয়েছে।
সোমবার সকালে ত্রিশাল উন্নয়ন ফোরামের ব্যবস্থাপনায় ত্রিশাল কেন্দ্রীয় জামে মসজিদ পাশে সুতিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে সাবেক কাউন্সিলর আব্দুল আওয়াল এর দরিরামপুরস্থ মার্কেটের দুতলায় ত্রিশাল উন্নয়ন ফোরাম আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ আতাউর রহমান অতিরিক্ত সচিব পিআরএল। খলিলুর রহমান বিএসসি অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যাপক খবিরুজ্জামান, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, এসএম আলমগীর কবীর সহ ত্রিশালের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উন্নয়ন ফোরামের ফোরামের সদস্য বৃন্দ।