পদ্মা নদী থেকে অস্ত্র সহ ৬ জলদস্যু আটক

মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে দেশীয় অস্ত্র সহ ৬ জলদস্যুকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে লালপুর উপজেলার পদ্মা নদীর ইলিশামাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাব ৫ নাটোর ক্যম্পের সদস্যরা আজ ভোরে লালপুর উপজেলার পদ্মা নদীর ইলিশামাড়ি এলাকায় অভিযান চালিয়ে নৌকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত আনিছুর, রুবেল, সবুজ, সজল ও রুবেল মন্ডলের বাড়ি লালপুর উপজেলার পদ্মা তীরবর্তী বিলমাড়িয়া ইউনিয়নের চরাঞ্চলে। এরা দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে নৌযান গুলোতে দস্যুতা করে আসছিল বলে জানায় র্যাব।