শিরোনাম

South east bank ad

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীর মোশারফ

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৭ অপরাহ্ন   |   সারাদেশ

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীর মোশারফ
মো. আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন। গত আগস্ট মাসে আইনশৃংঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। 

পুলিশের মাসিক সভায় এ ক্রেস্ট ও সনদ দেয়া হয়। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ বিষয়ে ওসি মীর মোশারফ হোসেন জানান, এটা আমার একার কৃতিত্ব নয়, থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করায় তিনি পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

পুলিশ সুপার নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে টাঙ্গাইল সদর থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সেবা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি বলেও জানান সদর থানার ওসি।
BBS cable ad